Posts

Showing posts with the label পথ শিশু

কবিতা | আমি শিশু | মোঃ ইমরান হোসেন

Image
শিক্ষা বিডিঃ "আমি শিশু" মো‌. ইমরান হোসেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর‌‌‌‌।     আমি বিশু ছোট্ট শিশু পথে পথে ঘুরি, পথটা আমার অতি স্বজন পথটা আমার বাড়ি। মা মরেছে ছোট্ট বেলায় বাবা যে থেকেও দূরে, ছোট মা! সে তো আপন ভাবেনি রাখিয়াছে পর করে।   লোকেদের কাছে হাত পেতেছি ঘুরিয়াছি দারে দারে, কখনো জুটেছে উচ্ছিষ্ট খাবার কখনো বা অনাহারে। কিছুলোক তার সুযোগ নিয়াছে করায়েছে কিছু কাজ, খানা পাই তাই ফের ভাবি নাই করিনিকো আন্দাজ,   কখনো ময়লা বোতল কুড়িয়েছি কখনো হয়তো কাগজ, কখনো ঘুরেছি কুলির বেশে কাজকে করিনি নাকচ! কখনো বা দুটো পয়সা পেয়েছি কখনো হয়েছে ভুল, গালি গুঁতো আর মার রেখে তাই দিতে হয় মাশুল!‌   দিন শেষে তাই ক্লান্ত শরীর বাহারি  কার্য সেরে, ফুটপাতে তেই ঘুমিয়ে পড়ি উঠিতে হয় যে ভোরে। নিদ্রা থেকে ঝকঝক আওয়াজ জাগায়ে তুলে যে আমায়, কোন সাধু লোক পিক ফেলে গেলো ময়লা ছেঁড়া জামায়। দ্বন্দে না যাই সব সয়ে যাই বলি না কাহারে কিছু, বিধাতা মোরে যে নিচু করিয়াছে বানায়েছে পথ শিশু।   আমি একা নই ওরা সবে আছে জান্নাত বিথী বাবু, শীতের প্রকোপ খানিক বাড়িলে হইয়া যাইতো কাবু। ওদের কপাল আমার মতোই ভাগ্য হয় না সহায়, স্টেশনে