কবিতা | আমি শিশু | মোঃ ইমরান হোসেন

শিক্ষা বিডিঃ

"আমি শিশু"

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর‌‌‌‌।
 
 
আমি বিশু ছোট্ট শিশু পথে পথে ঘুরি,
পথটা আমার অতি স্বজন পথটা আমার বাড়ি।
মা মরেছে ছোট্ট বেলায় বাবা যে থেকেও দূরে,
ছোট মা! সে তো আপন ভাবেনি রাখিয়াছে পর করে।
 
লোকেদের কাছে হাত পেতেছি ঘুরিয়াছি দারে দারে,
কখনো জুটেছে উচ্ছিষ্ট খাবার কখনো বা অনাহারে।
কিছুলোক তার সুযোগ নিয়াছে করায়েছে কিছু কাজ,
খানা পাই তাই ফের ভাবি নাই করিনিকো আন্দাজ,
 
কখনো ময়লা বোতল কুড়িয়েছি কখনো হয়তো কাগজ,
কখনো ঘুরেছি কুলির বেশে কাজকে করিনি নাকচ!
কখনো বা দুটো পয়সা পেয়েছি কখনো হয়েছে ভুল,
গালি গুঁতো আর মার রেখে তাই দিতে হয় মাশুল!‌
 
দিন শেষে তাই ক্লান্ত শরীর বাহারি  কার্য সেরে,
ফুটপাতে তেই ঘুমিয়ে পড়ি উঠিতে হয় যে ভোরে।
নিদ্রা থেকে ঝকঝক আওয়াজ জাগায়ে তুলে যে আমায়,
কোন সাধু লোক পিক ফেলে গেলো ময়লা ছেঁড়া জামায়।
দ্বন্দে না যাই সব সয়ে যাই বলি না কাহারে কিছু,
বিধাতা মোরে যে নিচু করিয়াছে বানায়েছে পথ শিশু।
 
আমি একা নই ওরা সবে আছে জান্নাত বিথী বাবু,
শীতের প্রকোপ খানিক বাড়িলে হইয়া যাইতো কাবু।
ওদের কপাল আমার মতোই ভাগ্য হয় না সহায়,
স্টেশনে বিছানা পেতে দিব্ব্যি আগুন পোহায়।
 
আমরা এখন স্কুলেও পড়ি পাই নানা মুখি তব শিক্ষা,
নবীনের দল হাতে নিলো যে দেশটা গড়ার দীক্ষা।
 মাথা গুঁজার ঠাই পাচ্ছি পাচ্ছি শীতের বস্ত্র,
সময় মতো খাবার পাচ্ছি মিলছে হরেক শাস্ত্র।
 
অ আ ক ঁ  সবই এখন পাড়ি,
দ্বিধা- সংকোচ সব জড়তা গিয়াছে মোরে ছাড়ি!
এখন ন্যায়- অন্যায় বুঝিতে পারি ধরতে পারি ভুল,
বুঝলে সাহেব আমিও পড়ি 'মুসাফির ইশকুল'!
                "সমাপ্ত"


কবিতাটি লিখেছেন,
অনার্স ৩য় বর্ষ
বাংলা বিভাগ
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর‌‌‌‌।
============================
আপনিও যদি আপনার কোন লিখা আমাদের সাইটে প্রকাশ করতে চান তাহলে ইমেইল করুন। ইমেইলঃ info@shikkhabd.com
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url