Posts

Showing posts with the label মুসাফির ইশকুল

একটি আনন্দের দিন গাজীপুর মুসাফির ইশকুলের | শিক্ষা বিডি

Image
শিক্ষা বিডিঃ আজ আনন্দের একটি দিন কাটে স্বেচ্ছাসেবী সংগঠন মুসাফির ইশকুলের সুবিধাবঞ্চিত শিশুদের। নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে মুসাফির ইশকুল কর্তৃপক্ষ। আজ শুক্রবার জয়দবেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সভাপতিত্বে ও মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ইমরান হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন্ সমাজসেবা অধিদপ্তরের উপ ‍পরিচালক আনোয়ার করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন, শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম শহিদ, সময় টিভির সাংবাদিক রাজিবুল হাসান, সময় টিভির ফটো সাংবাদিক জুনায়েদ রুবেল, আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হাবিবুল সিদ্দিকী, রাইজিং বিডির সাংবাদিক রেজাউল করিম রেজা। প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুরা দিনব্যাপী মেধা যাচাই, গ্রামীণ খেলা, নাচ, গান, কবিতা আবৃত্তি ও গজল নিয়ে মে

ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ উপহার দিলো গাজীপুরের মুসাফির ইশকুল

Image
 শিক্ষা বিডিঃ ভালোবাসা দিবসে ২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে স্কুল ড্রেস, কেডস ও শিক্ষা উপকরণ উপহার দিলো মুসাফির ইশকুল। ভালোবাসা দিবস ও বসন্ত বরণ নিয়ে যখন সবাই ব্যস্ত তখন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে ব্যস্ত মুসাফির ইশকুলের একদল তরুন শিক্ষার্থী। তারা এই বাচ্চাদের নিয়েই মেতেছিল দিনটি। হ্যা এটাই ছিল মুসাফির ইশকুলের সদস্যদের ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবের শ্রেষ্ঠ আনন্দ। গত কয়েকদিন হলো ওরা বার বার বলতেছি ভাইয়া স্কুল ড্রেস দিবা কবে। ভাইয়া স্কুলের জুতা কিনে দিবা কবে। ওদের শুধু বলতাম কয়েকটা দিন অপেক্ষা করো। আজ ওরা স্কুল ড্রেস পেলো। বাচ্চারা কাল থেকে নতুন স্কুল ড্রেস, কেডস পরে স্কুলে যাবে। চোখে মুখে কত আনন্দ। ওদের আনন্দ দেখে সুখে আমার নিজের চোখেই জল এসে গিয়েছিল। কথা গুলো বলছিল মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরান। তিনি আরো বলেন ওদের সাথেই ৩ বছর যাবত কাটে আমার ভালোবাসা দিবস। আমি মনে করি এটাই আমার জন্য সব থেকে বড় পাওয়া। মুসাফির ইশকুলের উপদেষ্টা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর বলেন, গত তিন বছর হলো আমিও ওদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করি