Posts

Showing posts with the label ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ

কবিতা | বিজ্ঞাপন | অধ্যাপক অসীম বিভাকর

Image
  বিজ্ঞাপন। অধ্যাপক অসীম বিভাকর বাতাসকে যতো ভয় ততো ভয় করে না কেউ কাচকে ভয় থেকে মুক্তির উপায় তো একটাই নাক মুখ ঢেকে নাও মাস্কে। ধুলোবালি উড়ে যায় রৌদ্রে গা পুড়ে যায় চেনা যায় তবু তার পুরাতন ভাঁজকে। কতো যে অচেনা রং আঁধারে কতো যে অচেনা রেখা বাড়ে বন-বাদাড়ে। কমাতে যতোই চাই উনুনের আঁচকে কে যেন উস্কে দেয় শিয়ালের নাচকে। যতো পথ হেঁটে যাই যতো বন কেটে যাই অক্ষত রাখি যদি দূষণের গাছকে মিলে কি মুক্তি আর মাস্কে!  কবিতাটি লিখেছেন, অধ্যাপক অসীম বিভাকর, বিভাগীয় প্রধান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।