Posts

Showing posts with the label নতুন ভোটার আবেদন

নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে বা ভোটার আইডি করতে কি কি লাগে

Image
শিক্ষা বিডিঃ নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এ বিষয়ে জানেন না অনেকে। আমরা জানি যখন প্রতি বছর ভোটার আইডি কার্ডের তথ্য হালনাগাত করা হয় তখন সেই সময়ে ভোটার হতে হলে তেমন কোন ডকোমেন্ট বা কাগজপত্র প্রইয়োজন পড়ে না এর কারণ হলো সরকার থেকে কিছু লোক নিয়োগ দেয়া হয় যারা তথ্য হালনাগাত করে ফলে এখানে সরকারি লোকই একজন নতুন ভোটার ভেরিফাইয়ের কাজটি করে থাকেন। তবে এই সুযোগটা বছরে একবারই আসে এবং এটার সময়ও থাকে সীমিত। ১ থেকে ৩ মাস। অনেক সময় এক মাসের মধ্যেও এই কাজগুলো তারা শেষ করে ফেলেন। এদিকে যারা ওই সময় ভোটার হতে পারেন না বিভিন্ন কারণে তারা কিভাবে ভোটার হবেন? সে বিষয়েই আজকের আলোচনা। আমরা প্রথমেই জানব নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র বা ডকোমেন্ট লাগে? সরকারি হালনাগাতের সময় তেমন ডকোমেন্ট না লাগলেও পরবর্তীতে উপজেলায় গিয়ে ভোটার হতে গেলে আমাদের লাগবে বেশ কিছু কাগজপত্র। তাহলে আসুন জেনে নিই কি কি লাগবে? নতুন ভোটার নিবন্ধন বা নিতুন ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন প্রথমেই লাগবে একটি অনলাইন জন্ম নিবন্ধন কার্ড। একটি নাগিরিকত্ত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট। পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটো