Posts

Showing posts with the label টিপস

কষা পায়খানার ভয়ংকর পরিণতি ক্যান্সার!

Image
কষা পায়খানার ভয়ংকর পরিণতি ক্যান্সার! ডা হাবিবুল্লাহ বহুদিনের অভ্যাস দীর্ঘ সময় ধরে টয়লেট করা। পরিবারের অন্য সবাই এ নিয়ে হাসাহাসিও করেন। একটা সময় মলদ্বারে মাংস ফুলে বেড়ে গিয়ে পাইলস্ নামকরণ ধারণ করলো। লালাভ মল ত্যাগ করেন। তখনো হুস ফিরেনি। ইনফেকশন হয়ে ব্লিডিং শুরু হলো। ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে ব্লিডিং বন্ধ করা হলো। কেউ কেউ তো লজ্জায় বলতেও চান না!  সময়মত ডাক্তারের পরামর্শ নিতেও অনিহা। দীর্ঘদিন ইনফেকশন থাকার কারনে জায়গাটা পঁচে গলে ক্যান্সার সেল তৈরি করে ফেললো। এখন পাইলস্ আর কোষ্ঠকাঠিন্যের রোগী নয়। ক্যান্সারের রোগী হিসেবে আবির্ভাব হলো। শুরু হলো নতুন অধ্যায়ের। পরামর্শ :  ১. কোন রোগই ছোট নয়, লজ্জারও নয়। অবহেলা করে নিজের ক্ষতি করা যাবে না। ২. কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন।  ৩. মলদ্বারে রক্ত দেখলে নিজে নিজে যত্রতত্র এন্টিবায়োটিক খাবেন না। ডাক্তারের সু-পরামর্শ নিতে হবে।  ৪. খাবারে যত্নবান হবেন।  ৫. শাক সবজি পর্যাপ্ত খাবেন।  ৬. পর্যাপ্ত পানি পান করবেন।