ফ্রিল্যান্সিং কি এবং কারা করে
ফ্রিল্যান্সিং হলো একটি কোম্পানির নাম; আউটসোর্সিং এর মাধ্যমে যেখান কিছু সংখ্যক লোক কাজ দেয় এই কোম্পানি বা সাইটে এবং কিছু সংখ্যক লোক এই কাজগুলো করে থাকে একটি পারিশ্রমিকের বিনিময়ে। আউটসোর্সিং হলো মূলত একটি প্রাতিষ্ঠানিক শব্দ যার অর্থ: কোনো কাজ ঐ কোম্পানি অথবা প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারীকে দিয়ে না করিয়ে বাহিরের কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর মাধ্যমে করায়। অর্থাৎ ফ্রিল্যান্সিং, ফাইবার ও আপওয়ার্ক ইত্যাদি হলো একেকটা কোম্পানি বা প্রতিষ্ঠান যাদের মাধ্যমে মানুষ আউটসোর্সিং করে পারিশ্রমিক পেয়ে থাকে। এগুলো একটি মুক্তপেশা এবং খুবই পরিশ্রমের কাজ। পাশাপাশি এসব কাজের জন্য খুবই অভিজ্ঞতা থাকার প্রয়োজন এবং বিদেশি ভাষার কথা বলা বা লিখার জ্ঞানও প্রয়োজন। এই কাজগুলোতে কেউ ফ্রিতে অর্থ প্রদান করে না। যেমন ধরুন: আপনি একটি কোম্পানি শুরু করলেন, এখন আপনার কোম্পানির জন্য কিছু ডিজাইন দরকার, হতে পারে সেটা একটি লোগো, হতে পারে একটি ব্যানার অথবা একটি ওয়েবসাইট কিংবা একটি বিল্ডিং তৈরি প্ল্যান... এখন এগুলো আপনি কই পাবেন? হয়তো অনেক কাজ আপনি নিজেও পারেন কিন্তু আপনার এতো সময় নেই... এজন্যই অনলাইনে কিছু সাইট আছে সেখানে এ