Posts

Showing posts from July, 2023

SSC Result 2023 | এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল জানবেন যেভাবে

এসএসসি ফল প্রকাশের তারিখ ও সময়, ফল জানার সহজ ও সঠিক পদ্ধতি, ফলাফল পুনঃ নিরীক্ষণের আবেদন ও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।  # এসএসসির ফল জানবেন যখন যেভাবে-  > শুক্রবার (২৮ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এই ফল প্রকাশিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সহজেই ফল জানতে পারবে। > শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।   সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC SYL ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ 2023 BPDB job circular 2023

Image
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ 2023 BPDB job circular 2023 আবেদনের যোগ্যতা:  আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে।  বয়স:  প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবেদন ফি:  আবেদন শুরু ২৫ জুলাই, আবেদনের শেষ সময় আগামী ৭ আগস্ট।  আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ  bpdb teletalk com bd online application  মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে যা যা প্রয়োজন:  ০১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকে অথবা এডমিট কার্ড।  ০২) NID card এর কপি অথবা অনলাইন জন্মনিবন্ধন। ০৩) ব্যক্তিগত একটি মোবাইল নাম্বার। ০৪) একটি ই-মেইল নাম্বার। ০৫) ১ কপি ছবি ও ১ টি স্বাক্ষর। পাতা- ০১ পাতা- ০২ পাতা- ০৩ উক্ত পোস্টে আবেদন করতে অথবা যেকোন সহযোগীতার জন্য যোগাযোগ করুন: আধুনিক কম্পিউটারস   স্কুল গেইট, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর।  চাইলে  Whatsapp ও E-mail  এর মাধ্যমে ডকোমেন্ট পাঠালে আবেদন করে দেয়া যাবে। WhatsApp link: https://wa.me/+880191121472

গাজীপুরের তামিরুল মিল্লাত মাদরাসার পুকুরে পড়ে ৬ষ্ঠ শ্রেণির এক শিশুর মৃত্যু।

Image
শিক্ষা বিডি: গত ২৫ জুলাই রোজ মঙ্গলবার তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী'র ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইসতিয়াক বিন ইশান আনুমানিক বিকাল ৩.৩০ ক্যাম্পাস পুকুরে গোসলের উদ্দেশ্য নামে। তবে এই তথ্য নিশ্চিত হতে না পারায় সারাদিন তাকে খোজাখুজি করা হয়। সর্বশেষ আজ সকাল দশটা নাগাদ ক্যাম্পাস পুকুরে ডুবুরিরা অভিযান চালিয়ে ইশানের মৃতদেহ উদ্ধার করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন।

প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নেয়া যায় যেভাবে

Image
শিক্ষা বিডিঃ  আমাদের জীবনের ধারা অব্যাহত রেখে এবং আরেকটু ভালোভাবে চলার জন্য বিদেশ যেতে হয়। যেহেতু বিদেশে যেতে মোটা অংকের টাকা প্রয়োজন তাই অনেক সময় আমাদের জমি বিক্রি কিংবা অনেক মুনাফায় লোন নিতে হয়। অনেকে দেখা যায় সেই লোনের মুনাফা পরিষোদ করতে গিয়ে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যায়। সেদিক বিবেচনায় বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীদের জন্য সহজে লোন নেয়ার একটি বিশেষ ব্যবস্থা করেছেন। শুধু তাই নয় এই লোনের মোনাফা খুবুই কম। তাই আজকে আমরা এই লোন নেয়ার বিষয়ে জানানোর চেষ্টা করবো। প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিতে হলে যা যা প্রয়োজনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় ঋণের জন্য বা লোনের জন্য আবেদন করতে হবে। প্রবাসী লোন বা ঋণ আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি। ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের রঙ্গিন ও স্পষ্ট ফটোকপি। স্থায়ী ঠিকানা সংবলিত ইউনিয়ন বা পৌরসভা থেকে প্রদত্ত সনদ পত্র। ৩ জন সাক্ষী ২ জন চাকরিজীবি বা ব্যবসায়ী গ্যারান্টর থাকতে হবে। সাক্ষীগণের নাগরিগ সনদ ও ছবি। ভিসার কপি। মেনপাওয়ার কপি। বিমানের টিকেট। একটি সরকারি ব্যাংকে (অগ্রণী ব্যাংক) একাউন্ট থাকতে হবে। প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সার্টিফিকেট। এ সম্পর্কে একটি ভিড

বিভিন্ন দেশের ভিসা চেক লিংক

Image
একজন মানুষ বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা কার্ড হচ্ছে তার মূল ডকোমেন্ট। প্রায় সময় দেখা যায় এটি অনেকে ভুয়া বানিয়ে দেয়। বর্তমান আধুনিক বিশ্বে কিন্তু অনলাইনে এটা খুব সহজে চেক করা যায়। সেই হিসেবে আমরা চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক সংগ্রহ করা। (আধুনিক কম্পিউটারস্‌ বরমী বাজার) নীচে দেয়া বিভিন্ন দেশের ভিসা লিংক থেকে চেক করে নিন। যদি নির্দিষ্ট দেশ খুজে না পান তাহলে কমেন্ট করে জানান।    ১) সৌদি আরবঃ  https://visa.mofa.gov.sa/Home/Index       https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ২) কাতার ভিসা চেকঃ  https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting ৩) দুবাই ভিসা চেকঃ    https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity ৪) মালেয়শিয়া  পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেকঃ   https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?fbclid=IwAR3oazSVnlQivoJVx23_s1r_jvNsiOGDl097JY912h6n0uy83W_M4EUWzrE মালেয়শিয়া কোম্পানী  নম্বর দিয়ে ভিসা চেকঃ

কষা পায়খানার ভয়ংকর পরিণতি ক্যান্সার!

Image
কষা পায়খানার ভয়ংকর পরিণতি ক্যান্সার! ডা হাবিবুল্লাহ বহুদিনের অভ্যাস দীর্ঘ সময় ধরে টয়লেট করা। পরিবারের অন্য সবাই এ নিয়ে হাসাহাসিও করেন। একটা সময় মলদ্বারে মাংস ফুলে বেড়ে গিয়ে পাইলস্ নামকরণ ধারণ করলো। লালাভ মল ত্যাগ করেন। তখনো হুস ফিরেনি। ইনফেকশন হয়ে ব্লিডিং শুরু হলো। ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে ব্লিডিং বন্ধ করা হলো। কেউ কেউ তো লজ্জায় বলতেও চান না!  সময়মত ডাক্তারের পরামর্শ নিতেও অনিহা। দীর্ঘদিন ইনফেকশন থাকার কারনে জায়গাটা পঁচে গলে ক্যান্সার সেল তৈরি করে ফেললো। এখন পাইলস্ আর কোষ্ঠকাঠিন্যের রোগী নয়। ক্যান্সারের রোগী হিসেবে আবির্ভাব হলো। শুরু হলো নতুন অধ্যায়ের। পরামর্শ :  ১. কোন রোগই ছোট নয়, লজ্জারও নয়। অবহেলা করে নিজের ক্ষতি করা যাবে না। ২. কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন।  ৩. মলদ্বারে রক্ত দেখলে নিজে নিজে যত্রতত্র এন্টিবায়োটিক খাবেন না। ডাক্তারের সু-পরামর্শ নিতে হবে।  ৪. খাবারে যত্নবান হবেন।  ৫. শাক সবজি পর্যাপ্ত খাবেন।  ৬. পর্যাপ্ত পানি পান করবেন।

চট্টগ্রামে নির্মিত ১২৪ টি কামান বিশিষ্ট অটোমান নেভীর যুদ্ধজাহাজ

Image
শিক্ষা বিডিঃ চট্টগ্রামে নির্মিত ১২৪ টি কামান বিশিষ্ট অটোমান (উসমানীয়) নেভীর যুদ্ধজাহাজ। বাংলা ছিল পঞ্চদশ শতাব্দীর শীর্ষ জাহাজ নির্মাণ কেন্দ্র। বাংলার এখানে নির্মিত সেসময়কার অটোমান নেভীর একটি জাহাজের মডেল প্রদর্শিত হচ্ছে। অটোমান বা উসমানীয় নেভীর এডমিরাল কামাল রেইস ১৪৯৫ সালে জাহাজটিকে অটোমান নেভীর ফ্ল্যাগশিপ হিসেবে ব্যবহার করেছিলেন। ৪ মাস্তুল বিশিষ্ট জাহাজটিতে ৭০০ জন নাবিক থাকতো। শুধুই এটাই নয় আরো ছোটোবড়ো বহু জাহাজ বানিয়ে নিয়ে গিয়েছে এখান থেকে। চট্টগ্রামের বহু মিস্ত্রির বংশধর এটা স্বীকার করছে। বাংলার জাহাজ নির্মাণ শিল্প তখন অসাধারণ ছিল বলে অটোমানরা প্রায় ৫০০০ কিলোমিটার দূরের চট্টগ্রাম বন্দরে বানানো জাহাজ কিনে নিয়ে যেত। প্রায় ৫০০ বছর আগে তারা এত দূরের চট্টগ্রাম বন্দরের জাহাজের জন্য মুখিয়ে থাকতো। ইতিহাসের দিকে তাকালে বুঝা যায় তখনকার বাংলার জাহাজ নির্মাণ শিল্প ঐযুগে কতটা অ্যাডভান্সড ছিল। তখনকার সময় বাংলা অনেক সমৃদ্ধ ছিল; বাংলার জিডিপি ছিল পুরো বিশ্বের ১২% তখন পুরো ইউরোপের দেশ গুলোর জিডিপি এত ছিল না। এর জন্যই মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর সাহ বাংলাকে পৃথিবীর ভূসর্গ বলতেন।