রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ru admission circular 2024-25

প্রথম বর্ষ স্নাতক (সম্মান)/ স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলেই এখানে আপডেট করা হবে। 

 অনলাইনে ভর্তি ফরম পূরনের জন্য নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষনীয়-
    (ক) HSC ও SSC বা সমমান পরীক্ষার Roll, Board, Year সঠিকভাবে প্রদান করতে হবে।
    (খ) রক্তের গ্রুপ (Blood Group) অবশ্যই জানা থাকতে হবে।
    (গ) সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির যাবতীয় প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত নোটিশ ও অন্যান্য তথ্য  admission.ru.ac.bd ওয়েবসাইটেে পাওয়া যাবে।
কোন শিক্ষার্থীর আপন ভাই/বোনের কোন হলে আবাসিকতা থাকলে এবং সেই হলের আবাসিকতা নিতে চাইলে সকল প্রমাণসহ ৩০/০৬/০০০ ০ তারিখের মধ্যে পরিচালক, আইসিটি সেন্টার, রাবি বরাবর দরখাস্ত করতে হবে।
প্রতিটি শিক্ষার্থীর সর্বশেষ নির্ধারিত বিভাগের নামসহ অন্যান্য তথ্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর (৩০/০৬/২০২৫ তারিখের পর) admission.ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থী তার বিভাগ কর্তৃক নির্ধারিত ফি সরাসরি বিভাগীয় অফিসে জমা দেবে। ফি-এর পরিমাণসহ অন্যান্য তথ্য জানতে সরাসরি অনুষদ অফিসের টেলিফোনে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে:
    Unit-A (সামাজিক বিজ্ঞান অনুষদ অফিস, ২য় তলা, ডীনস কমপ্লেক্স) ০২৫৮৮-৮৬৪১৩০
    Unit-B (বিজনেস স্টাডিজ অনুষদ অফিস, ৩য় তলা, ডীনস কমপ্লেক্স) ০২৫৮৮-৮৬৪১২৯
 Unit-C (বিজ্ঞান অনুষদ অফিস, ৪র্থ তলা, ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবন) ০২৫৮৮-৮৬৪১১৫
Previous Post
No Comment
Add Comment
comment url