nid সংশোধন করার নিয়ম 2024 ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪

শিক্ষা বিডিঃ ভোটার আইডি কার্ড সংশোধনের ধরণ বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন ধরুন পদবী ভুল, বংশের বানান ভুল, নাম পরিবর্তন, নামের আংশিক বানান ভুল, ছোট মোঃ থেকে বড় মোহাম্মদ বা বড় মোহাম্মদ থেকে ছোট মোঃ, নাম থেকে মোঃ বাদ দেয়া বা যুক্ত করা ও বয়স সংশোধন ইত্যাদি। এরমধ্যে কিছু সংশোধন জটিল ও কিছু সংশোধন সাধারণ।

জটিল সংশোধন গুলো যেমন কঠিনসাধ্য কাজ এবং এর জন্য সংযুক্তি বা প্রমাণপত্রও লাগে বেশী। অন্যদিকে সাধারণ সংশোধন অল্প ডকোমেন্ট দিয়েই যায়। আজকে আমরা দেখবো সাধারণ সংশোধন এর আবেদন কিভাবে করতে হয়।



যেকোন সংশোধনের জন্য প্রথমেই আমাদের অনলাইন সার্ভার দেখতে হবে এবং চেক করতে হবে সেখানে আমাদের কি কি তথ্য দেয়া আছে। অনলাইন সার্ভারে ঢুকার নিয়মাবলি নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে অর্থাৎ ফেস স্ক্যান কিভাবে এক্টিভ করতে হবে সে বিষয়ে। ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া লিংকে ক্লিক দিয়ে সেই ভিডিও দেখে ফেস স্ক্যান করে একাইন্টে ঢুকবেন। [ https://youtu.be/yLSMUmdhJdc ]

nid সংশোধন করার নিয়ম 2024 ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url